বেদবানী প্রথম খন্ড -(৮৯)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।
মনকে সর্ব্বদা সবল রাখিবেন। মন স্থির হওয়া মাত্রই ভগবৎ পদ সাক্ষাৎ হয়। বাসনায় মনকে চঞ্চল করিয়া ফেলে, শান্তি অশান্তি তাহাতেই হয়। সর্ব্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালন কার্য্যেতে থাকিবেন। সময় করিয়া গুরুই উদ্ধার করিবেন।
শ্রী শ্রী রামঠাকুর এই পত্রাংশে আমাদের মনের শক্তি ও স্থিরতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মনকে সর্বদা সবল রাখতে হবে, অর্থাৎ মন যেন সবসময় দৃঢ় এবং ইতিবাচক থাকে। যখন মন স্থির ও শান্ত থাকে, তখনই ভগবানের সঙ্গে সংযোগ বা তাঁকে অনুভব করা সম্ভব হয়। বিভিন্ন ইচ্ছা ও বাসনার দ্বারা আমাদের মন যখন চঞ্চল ও অস্থির হয়ে যায়, তখন শান্তি ভঙ্গ হয় এবং অশান্তির সৃষ্টি হয়। রামঠাকুরের মতে, আমাদের সংসার পরিচালনার ভার গুরুর উপর ছেড়ে দিতে হবে। গুরু নিজেই সঠিক সময়ে আমাদের মুক্তি ও মঙ্গল নিশ্চিত করবেন।
English Explanation:
ঠাকুর !মানবের এত দুঃখ ,কষ্ট ,অভাব -অশান্তি কেন ?উত্তরে শ্রীশ্রী ঠাকুর বলেনIn this excerpt, Sri Sri Ramthakur emphasizes the importance of maintaining a strong and steady mind. He advises that the mind should always be kept robust, meaning it should be firm and positive. When the mind is calm and stable, it is then that one can truly experience or feel the presence of the Divine. However, desires make the mind restless, and this disturbance disrupts peace, leading to turmoil. According to Ramthakur, one should entrust the responsibilities of worldly life to the Guru. The Guru will, at the right time, ensure our liberation and well-being.
ঠাকুর !মানবের এত দুঃখ ,কষ্ট ,অভাব -অশান্তি কেন ?উত্তরে শ্রীশ্রী ঠাকুর বলেন
কোন মন্তব্য নেই: