জীবন যাত্রাপথে আমরা বহুবিধ আত্মজিজ্ঞাসা বহুবিধ দ্বিধা-দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগিতে থাকি। এই সকল নিরসনে রজরাজের আশ্রিতজনদের প্রতি শ্রীশ্রীঠাকুরের কতিপয় বাণীঃ~

 জীবন যাত্রাপথে আমরা বহুবিধ আত্মজিজ্ঞাসা বহুবিধ দ্বিধা-দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগিতে থাকি। এই সকল নিরসনে রজরাজের আশ্রিতজনদের প্রতি শ্রীশ্রীঠাকুরের কতিপয় বাণীঃ~


(১)সংসার যাত্রাপথেঃ

"কোন চিন্তাই করিবেন না, কেবল উপস্থিত কর্ত্তব্য এবং নাম করিবেন। আমি তো আছি আর কিছুই দরকার হইবে না। এই নামে সবই আছে। সর্ব্বদা সত্য পথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথ সম্পন্ন করিতে হইবে। এই সংসার গোপালের সংসার। যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ।"


(২)নামাশ্রিত ভক্তজনঃ

"আপনার কোন চিন্তা নাই। শ্রীশ্রীভগবান সর্ব্বদা আপনার শিয়রে। বৈকুন্ঠ হইতে রথ নামিয়া আসিতেছে।আপনি সে রথে বৈকুন্ঠে যাবেন। শুধু নাম করেন।"


(৩)নামরত ভক্তগণঃ

"পরমানন্দময় এই নাম করিতে স্থান-অস্থান নাই, শুচি-অশুচি নাই। সময়-অসময় নাই। সকল অবস্থায় নাম করা যাইতে পারে।"


(৪)দর্শনার্থী ভক্তজনঃ

"এত কষ্ট করিয়া দর্শন করিতে কেন আসিয়াছেন? মনে মনে স্মরণ করাই সত্যিকারের দর্শন।"


জয় শ্রীশ্রীদয়ানিধি রাম 


শ্রীশ্রী কৈবল্যনাথ স্মরণে---ডাঃ খগেন্দ্রনাথ গুপ্ত।

জীবন যাত্রাপথে আমরা বহুবিধ আত্মজিজ্ঞাসা বহুবিধ দ্বিধা-দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগিতে থাকি। এই সকল নিরসনে রজরাজের আশ্রিতজনদের প্রতি শ্রীশ্রীঠাকুরের কতিপয় বাণীঃ~ জীবন যাত্রাপথে আমরা বহুবিধ আত্মজিজ্ঞাসা বহুবিধ দ্বিধা-দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগিতে থাকি। এই সকল নিরসনে রজরাজের আশ্রিতজনদের প্রতি শ্রীশ্রীঠাকুরের কতিপয় বাণীঃ~ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on নভেম্বর ০৬, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.