বেদবানী প্রথম খন্ড - (৪৩)নং পত্রাংশ

 বেদবানী প্রথম খন্ড - (৪৩)নং পত্রাংশ

https://srisriramthakurerbanibedbani.blogspot.com/


ভগবৎ সেবা সর্ব্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার বেগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্ব্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের স্বার্থজ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভূত হয় সকলি প্রারব্ধ বৃত্তি মাত্র, কাহারো কোন দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যে ভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে সেই সেই ভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে।

 

বেদবানী প্রথম খন্ড - (৪৩)নং পত্রাংশ বেদবানী প্রথম খন্ড - (৪৩)নং পত্রাংশ Reviewed by srisriramthakurfbpage on সেপ্টেম্বর ০১, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.