বেদবানী প্রথম খন্ড -(৩) নং পত্রাংশ
================================সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয় তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ঐ দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভাল মন্দ যাহা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়।
বেদবানী প্রথম খন্ড -১ নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -2 নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -(৩) নং পত্রাংশ
Reviewed by srisriramthakurfbpage
on
আগস্ট ২৫, ২০২৪
Rating:
কোন মন্তব্য নেই: