শ্রীশ্রীঠাকুরের জীবনী অবলম্বনে (৪)

🌹
শ্রীশ্রীঠাকুর ঐভাবে উপবেশন করার পর, আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, "সংসারে থাকিয়া লোক কিভাবে আধ্যাত্মিক উন্নতি লাভ বা মুক্তি লাভ করিতে পারে?" এই কথা বলা মাত্র তিনি বারংবার কিছু উচ্চারণ করিতে লাগিলেন এবং তৎপর বলিলেন, "এই করিবেন।" তাঁহার ভাবে এবং উচ্চারণে আমার মনে হইল যেন তিনি আমাকে দীক্ষা দিলেন। ঠাকুরের তৎকালীন ভক্তদের মুখে শুনিয়াছিলাম যে, তিনি কাহাকেও দীক্ষা দেন না এবং তিনি আমাকে দীক্ষা দিবেন এই আশা করিয়া আমি তাঁহাকে আমার বাড়িতে আসিতে আহ্বানও করি নাই। সুতরাং আমি তৎক্ষণাৎ বলিয়া ফেলিলাম "এই কি দীক্ষা?" তিনি উত্তর করিলেন, "হ্যাঁ, এই দীক্ষা।" এই অপ্রত্যাশিত কথা শুনিয়া আমি আনন্দে অধীর হইলাম এবং এই উপলক্ষ্যে যে কিছু গুরুদক্ষিণা দেওয়া সঙ্গত তাহা ভুলিয়া যাওয়াতেই বোধ হয় কয়েক ফোঁটা চোখের জল দক্ষিণা স্বরূপ ঠাকুর গ্রহণ করিলেন। আমি জিজ্ঞেস করলাম, "কোন সময় এই রূপ করিব?" তিনি উত্তর দিলেন ---- 'নিস্তব্ধ সময়ে।' কোনও মূর্ত্তি চিন্তা করিব কিনা জিজ্ঞাসা করায় তিনি আমার বিছানার নিকট টাঙ্গানো শ্রীরাধা-কৃষ্ণের যূগল মূর্ত্তি-খানা দেখাইয়া বলিলেন 'এই মূর্ত্তি।'
জয়রাম 🌺🌿
"শ্রীশ্রীঠাকুর রামচন্দ্র দেব স্মরণে" - শ্রীশুভময় দত্ত
Reviewed by srisriramthakurfbpage on ডিসেম্বর ২৩, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.