বেদবানী প্রথম খন্ড (১১৫) - শ্রী শ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা

 বেদবানী প্রথম খন্ড (১১৫) - শ্রী শ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা

 আপনারা দেখছেন ‘শ্রী শ্রী রামঠাকুর ও গান - গানের ভুবন’। আজকের পর্বে আলোচনা করব বেদবানী প্রথম খণ্ডের ১১৫ নং পত্রাংশ। গুরু ঠাকুরের এই বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক। চলুন, আমরা বুঝে নিই ঠাকুরের এই মহামূল্যবান বাণীর গভীর অর্থ।

 

 বেদবানী প্রথম খন্ড -(১১৫) ) নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর। (১১৫) স্বভাবেই সকল শান্তি দিবে। দুঃখ হইবে বলিয়া কর্ম্ম ত্যাগ করিতে, কি লাভের জন্য কর্ম্ম করিতে হইলে কর্ম্ম ছাড়ে না। উভয় বেগ বহন করিতে করিতে কর্ম্ম ক্ষয় হয়। সকল বেগ সহিষ্ণুতাই ধর্ম্ম কর্ম্ম সমাধি হয়।

পত্রাংশের ব্যাখ্যা:

এই পত্রাংশে শ্রী শ্রী রামঠাকুর বলছেন যে, স্বভাবতই মানুষের জীবনে শান্তি আসে। কর্ম্ম এড়িয়ে গিয়ে দুঃখ এড়ানো যায় না বা শুধুমাত্র লাভের জন্য কর্ম্ম করাও ফলপ্রসূ নয়। জীবনের সব দুঃখ ও ক্লেশ সহ্য করে কর্ম্ম পালন করতে করতে, কর্ম্মের প্রভাব ক্রমশ হ্রাস পায়। এই ধৈর্য ধারণ এবং সহিষ্ণুতা মানুষকে ধর্ম্মের পথে নিয়ে যায় এবং কর্ম্মের সমাধি ঘটায়।
এখানে গুরু ঠাকুর জীবনের প্রকৃত পথ ও শান্তির সন্ধান করার আহ্বান জানাচ্ছেন। সহিষ্ণুতা, ধৈর্য এবং নিরন্তর কর্ম্ম করাই প্রকৃত ধর্ম্ম পালন।

 "গুরুর বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক। এই শিক্ষাগুলি আমাদের জীবনে সত্যি শান্তি আনতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরু ঠাকুরের আরও বাণী নিয়ে ফিরে আসব পরবর্তী পর্বে। ধন্যবাদ।"

 

#বেদবানী #শ্রীশ্রীরামঠাকুর #ঠাকুরেরউপদেশ #ধর্ম্মীয়জীবন #শান্তিরপথ #কর্ম্মওধর্ম্ম #রামঠাকুরপত্রাংশ #বাংলাধর্ম্মীয়ভিডিও #ভক্তিমূলকশিক্ষা


কীওয়ার্ড:

  1. শ্রী শ্রী রামঠাকুর
  2. বেদবানী পত্রাংশ
  3. দুঃখ ও কর্ম্ম
  4. ধর্ম্ম ও সহিষ্ণুতা
  5. কর্ম্মের সমাধি
  6. ঠাকুরের উপদেশ
  7. বাঙালির ধর্ম্মীয় শিক্ষা
  8. বেদবানী ব্যাখ্যা
  9. শান্তির পথ
  10. গুরুর বাণী
বেদবানী প্রথম খন্ড (১১৫) - শ্রী শ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা বেদবানী প্রথম খন্ড (১১৫) - শ্রী শ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা Reviewed by srisriramthakurfbpage on ডিসেম্বর ০২, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.