বেদবানী- ২/৮৯-

ভগবান ছাড়া এই দেহ বিবর হইতে উদ্ধারের আর কোন পথ নাই। মায়ার আঁচে পরিয়া দিবারাত্র অহংকার, অভিমানে মুগ্ধ থাকিয়া কেবল অস্থায়ী সুখের জন‌্য পিপাসা করে। সেই পিপাসায়ই মন এবং বুদ্ধি উৎপন্ন হয়।
যখন ভগবানের সান্নিধ‌্য লাভ হয়
তখন মন বুদ্ধি থাকে না।
যেই নাম সেই ভগবান।
নাম পাইলেই ভগবানের পাওয়ার অভাব নাই।
গুণ হইতে মায়ার উদ্ভব হয়, সেই মায়াই অভাব।
অভাবই সুখ দুঃখের পরিচয় দিয়া
অসত‌্যের অনুচর করিয়া দেয়।
অতএব
নাম যখন পাইয়াছেন তখন যে অবস্থাই হউক না,
এই দেহ ত‌্যাগের পর নিত‌্যধামে স্থিতি হইবেই নিশ্চয়।
ঐশ্বর্য‌্য নিয়া ব্রজে যাইতে পারে না,
ব্রজভূমি কেবল মাধুর্য‌্যময়।
সেখানে সুখ দুঃখের রীতি নাই,
মন বুদ্ধিরও গতি হয় না।
কেবল নাম নিয়া পড়িয়া থাকিবেন।
পরের সুখের জন‌্য লোভ করিতে নাই।
নামের সুখেরই আহ্বান
🌺শ্রীশ্রীরামঠাকুর🌺
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on ডিসেম্বর ২৩, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.