বেদবানী প্রথম খন্ড - (৫৩)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর।
বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তিই বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্ব্বত্রং, এই শ্রুতি বাক্য। ব্রহ্মা, বিষ্ণু, শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন।
বেদবানী প্রথম খন্ড - (৫১)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।
অকাতরে প্রারব্ধ বেগ সহ্য করিয়া সকল অভাব মুক্ত হইতে চেষ্টা করিবে।
বেদবানী প্রথম খন্ড - (৩৭)নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড - (৩৬)নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -2 নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -(৩) নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -(8) নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড (5)নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড -(6) নং পত্রাংশ
বেদবানী প্রথম খন্ড - (৬২)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।
সম্বন্ধ, বৈধেয়, প্রয়োজন। সম্বন্ধ করিলে বিয়োগ ঘটে না। কর্তৃত্বাভিমানীর কর্ম চেষ্টার দ্বারা শক্তিহীন (জরা) সম্বন্ধ ঘটিয়া ক্ষরত্ব ফল ভোগ করিয়া থাকে। গতাগতি কামকাম্য লাভ মাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তাবুদ্ধির দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। ভগবৎ কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না। অতএব সর্ব্বদা ভগবৎ কৃপার প্রতিক্ষায় অবহিত হইয়া ভগবৎকুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়, ইহাই স্বধর্ম। মাতা স্বভাব, পিতা ধৰ্ম্ম এই দুই মিলনকে স্বধর্ম বলে। এই অবস্থায় থাকিলে আনন্দের আনন্দ উৎপন্ন হয়। ইহাই নন্দের নন্দন লাভ করা। ব্রহ্ম, আত্মা, ভগবান উপাধি হয়। অতএব সর্ব্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবৎ পদ লাভ করিতে পারিবেন। অহংকার চিন্তা করিবেন না, বাসনাই বন্ধনের কারণ।
কোন মন্তব্য নেই: