বেদবানী প্রথম খন্ড - (৫৫)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর।




কর্তা কৰ্ম্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিবস্ত হয়, অকর্তার কোনই অভাব থাকে না

শ্রী শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(২২৪)


কর্তা কৰ্ম্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিবস্ত হয়, অকর্তার কোনই অভাব থাকে না)




 



প্রশ্ন----- এ জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায়, তাহলে তার কি গতি হয়?
ঠাকুর----- যাওয়া আসা সার হয় । সদ্গুরু-দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে । অনুরাগ থাইকা নামে রুচি হয়, রুচি থাইকা নামে প্রেম হয় । নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়। আর যাতায়াত করতে হয় না ।
-জয় রাম

বেদবানী প্রথম খন্ড - (৫৫)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর। বেদবানী প্রথম খন্ড - (৫৫)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর। Reviewed by srisriramthakurfbpage on সেপ্টেম্বর ০৬, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.