বেদবানী প্রথম খন্ড - (৫২)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর।


বেদবানী প্রথম খন্ড - (৫২)নং পত্রাংশ ,

শ্রী শ্রী রামঠাকুর।


 কৃষ্ণের পুত্রাদি যদু বংশকে তাহাদের প্রকৃতির ভোগের নিমিত্ত নিষেধ বিধান কৃষ্ণ হইতে হয় নাই। তাহাদের প্রবৃত্তির উৎসুকের কর্ম্ম সর্ব্বথাই করিয়াছিল। যথাসময়ে তাহারা মুক্তিলাভ করিয়াছিল। তাহার কারণ যদুবংশীয়গণ নিশ্চয় কৃষ্ণই কর্তা জানিত, এই জন্য তাদের কর্তৃত্বাভিমান ছিল না। ইহাই সাধন। আত্মাই দেহের কর্তা, প্রারব্ধভোগই দেহের কর্ম, এই জ্ঞানে অভিমানী হইয়া অতি দুরাচারীও নিত্যমুক্তি লাভ করিতে পারে। কর্তৃত্বভাবে অহংবুদ্ধি দ্বারা নিজ ক্ষমতা চারণ দ্বারা যে সমস্ত সৎ অসৎ কৰ্ম্ম সমাধা করে তাহার দ্বারা কর্তৃত্বাভিমানী হইয়া কৰ্ম্মপাশে বন্দী হয়, কর্মমুক্ত হয় না। অতএব এটি করিব এটি করিব না, করিয়া যে সকল কর্মে নিযুক্ত হইবে তাহা সফল হয় না। প্রারন্ধে যে আছে তাহার ভোগ সেই ইন্দ্রিয়গণকে দিয়া, লক্ষ্য সহিষ্ণুতার দিকে রাখিয়া গুরুর উপর ন্যস্ত করিয়া নিয়ত প্রাণের নিকট থাকিতে সর্ব্বদা চেষ্টা করিবেন। যখন যে ভোগের বেগ সহ্য না হয়, তাহা করিলেও দোষ থাকে না।

বেদবানী প্রথম খন্ড - (৫২)নং পত্রাংশ , শ্রী শ্রী রামঠাকুর। বেদবানী প্রথম খন্ড - (৫২)নং পত্রাংশ ,  শ্রী শ্রী রামঠাকুর। Reviewed by srisriramthakurfbpage on সেপ্টেম্বর ০৫, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.