বেদবানী প্রথম খন্ড - (৫৭)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।


বেদবানী প্রথম খন্ড - 
 (৫৭)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর।


পতিব্রতা ধৰ্ম্ম-

অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।

তেষাং নিত্যাভিযুক্তাণাং যোগক্ষেমং বহাম্যহম্।।

এই যে ভাব ইহা ছাড়া আর কিছুই চায় না, জানে না, অন্য কিছুর দরকার নাই। মহা ঐশ্বর্য্য প্রলোভনের আবাহনকেও তুচ্ছ করে। তাহাকেই পতিব্রতা ধৰ্ম্ম বলে। গুরু ধ্যানং তথা নিত্যং দেহী ব্রহ্মময়ো ভবেৎ ইত্যাদি। গুরুব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুদেব গুরুর্গতিঃ, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ ইত্যাদিতে পতিব্রতা জাগাইয়া রাখিয়াছে। অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা।

বেদবানী প্রথম খন্ড - (৫৭)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর। বেদবানী প্রথম খন্ড -  (৫৭)নং পত্রাংশ ,শ্রী শ্রী রামঠাকুর। Reviewed by srisriramthakurfbpage on সেপ্টেম্বর ১০, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.