বেদবানী প্রথম খন্ড -১০ নং পত্রাংশ


বেদবানী প্রথম খন্ড -১০ নং পত্রাংশ



বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতে হইবেই। লোকের দেহই বন্ধন। এই দেহকেই বাসনাময় বলিয়া থাকে। এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের শরণ বই আর কিছুই নয়। সাধ্য সাধনে নিষ্কৃতি হয় না। অতএব সর্ব্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম্য যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয়। প্রারব্ধ বশতাই লোকে ভোগ হইয়া থাকে। ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয়। প্রারব্ধই তাহার কারণ। আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে, নচেৎ জীবের শক্তি নাই।

























বেদবানী প্রথম খন্ড -১০ নং পত্রাংশ বেদবানী প্রথম খন্ড -১০ নং পত্রাংশ Reviewed by srisriramthakurfbpage on আগস্ট ২৫, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.