বেদবানী প্রথম খন্ড -(২১)নং পত্রাংশ
কর্মক্ষেত্রের উপস্থিত কর্মসকল, প্রারন্ধে যাহা দেয় তাহাতে বিরক্ত সন্তোষ না হইয়া, কৰ্ম্ম করিয়া যাইতে হয়। পিছনে গুরু সর্ব্বদাই রক্ষা করিয়া উদ্ধার করিয়া লইবেন। জীব অবস্থায় জীবের কোন কৰ্ম্ম ইচ্ছার দ্বারা সাধিত হয় না। মাহা ইচ্ছার মতন কৰ্ম্ম করিয়া ফলভোগ করিতে দেখা যায় তাহাও প্রারন্ধের প্রদত্তই হইয়া থাকে। যদি তাহা না হইবে তবে কোন কোন কর্ম ইচ্ছা করিয়া করিতে গিয়া শক্তি পাই না কেন? যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায়ই তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়। কোন চিন্তা নাই, গুরু সকল অভাব হইতে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন এই গুরুর স্বভাব।
বেদবানী প্রথম খন্ড -(২১)নং পত্রাংশ
Reviewed by srisriramthakurfbpage
on
আগস্ট ২৭, ২০২৪
Rating:
কোন মন্তব্য নেই: