বেদবানী প্রথম খন্ড -(১৯)নং পত্রাংশ

 

বেদবানী প্রথম খন্ড -(১৯)নং পত্রাংশ




নিৰ্ম্মল আকাশে সূর্য্য চন্দ্র নক্ষত্র অমাবস্যা দিন যাহা দেখা যায়, সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে। তদ্‌ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নিৰ্ম্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয়। এই নিৰ্ম্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশের চন্দ্রাদির ন্যায় নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায় ততই সাধ্যসাধন পাওয়া যায়। কোন আশা ভরসার দিকে যত্ন করিতে নাই। লাভ লোকসান হউক না হউক যেমন করিয়া সংসারে প্রারব্ধ ভোগ হয় সে সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টা সকল আপনিই চলিয়া যাইবে। ভগবৎ চক্র উদয় করিবে, কোন দরকার থাকিবে না। কামনা বাসনা সকলি প্রারন্ধের দণ্ড। সর্ব্বদা নিৰ্ম্মল আকাশে চন্দ্রসূর্য্যাদির ন্যায় মনকে লাগাইয়া রাখিতে চেষ্টা করিতে হয়। ইহাতে যাহা হউক আর না হউক সে দিকে লক্ষ্য রাখিতে নাই।
 

বেদবানী প্রথম খন্ড -(১৯)নং পত্রাংশ বেদবানী প্রথম খন্ড -(১৯)নং পত্রাংশ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on আগস্ট ২৬, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.