বেদবানী প্রথম খন্ড - (৩৪)নং পত্রাংশ


বেদবানী প্রথম খন্ড - (৩৪)নং পত্রাংশ




সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধন জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি শরণ দ্বারা শ্রদ্ধার উদ্বর্দ্ধন করিয়া লইতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। যজনাদি ক্রীড়ার চর্চ্চায় তাহার নিবৃত্তি হয় না। কেবলমাত্র এক পতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া অযাচনা ভাবে প্রতিক্ষা করিয়া যথাসাধ্য গুরোপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতিবুদ্ধির আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে নিশ্চয়াত্মিকা শক্তির বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। তখন সকল অভাবই দূর হইয়া আনন্দ প্রকাশ হইয়া যায়।

 

বেদবানী প্রথম খন্ড - (৩৮)নং পত্রাংশ




বেদবানী প্রথম খন্ড - (৩৭)নং পত্রাংশ

বেদবানী প্রথম খন্ড - (৩৬)নং পত্রাংশ


বেদবানী প্রথম খন্ড -2 নং পত্রাংশ


বেদবানী প্রথম খন্ড -(৩) নং পত্রাংশ

বেদবানী প্রথম খন্ড -(8) নং পত্রাংশ

বেদবানী প্রথম খন্ড (5)নং পত্রাংশ


বেদবানী প্রথম খন্ড -(6) নং পত্রাংশ

বেদবানী প্রথম খন্ড -(৭) নং পত্রাংশ

বেদবানী প্রথম খন্ড -(8) নং পত্রাংশ







বেদবানী প্রথম খন্ড - (৩৪)নং পত্রাংশ বেদবানী প্রথম খন্ড - (৩৪)নং পত্রাংশ Reviewed by srisriramthakurfbpage on আগস্ট ২৯, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.