জয়গুরু জয়রাম 





ঠাকুর বলিতেন, কীর্তন করবার ইচ্ছা সাধু,
অসাধু, ভাবুক অ ভাবুক ভালো, মন্দ,পাগল উদাসী সকলেরই হয়। সকলে সমবেতভাবে
যার যার ভাবে বিভুর হইয়া কীর্তন করবে। ভাবানন্দে কেহ গাইবে, কেহ নাচবে,
কেহ ভূমিতে গড়াগড়ি দিবে, কেহ মহাদেবের ন্যায় উদ্যোক্ত নৃত্য করবে।
দানব,মানব, পশু, পক্ষী কীট -পতঙ্গ, তরুলতা সকলের মোহিত করেছিলেন।
এটাই কীর্তনের রীতি, এভাবেই কীর্তন করতে হয়।


কোন মন্তব্য নেই: