"গুরু কৃপা: সর্বনাশ থেকে মুক্তি | এক অলৌকিক লীলা | শ্রী শ্রী রামঠাকুর"

 

"গুরু কৃপা: সর্বনাশ থেকে মুক্তি | এক অলৌকিক লীলা | শ্রী শ্রী রামঠাকুর"


Intro Script:

🎶 [Background devotional music playing softly] 🎶
📜 "গুরু এমন কৃপা সিন্ধু যে, তিনি অমঙ্গল করিতেই জানেন না।"
🙏 জয় রাম জয় গোবিন্দ 🙏
আজকের এই ভিডিওতে আমরা শুনব শ্রী শ্রী রামঠাকুরের এক অলৌকিক লীলার কাহিনী, যা প্রমাণ করে গুরু কৃপার অসীম শক্তি এবং শিষ্যের জন্য তাঁর অপরিসীম মমতা।
দেখুন এবং উপলব্ধি করুন ঠাকুরের কৃপাময়ের বার্তা।


 আমার সর্বনাশ হইয়া গেল) "গুরু এমন কৃপা সিন্ধু যে, তিনি অমঙ্গল করিতেই জানেন না।

 " 🙏জয় রাম জয় গোবিন্দ🙏 

একদিন দিবা সাড়ে দশটার সময় ডিব্রুগড় হইতে এক ভদ্রলোক ঠাকুর দর্শনের বিলোনিয়া বাড়িতে উপস্থিত হইলেন। আমার নিকট প্রস্তাব করিলে আমি (ফনীন্দ্র কুমার মালাকার) বলিলাম, ১২টার মধ্যে ঠাকুর ভোগ গ্রহণ করিবার পর ঠাকুরের সাক্ষাৎ পাইবেন।

 উনিসম্মত হইলে উনাকে বাহিরে অপেক্ষা করিতে বলিয়া আমি ঠাকুরের ভোগের ব্যবস্থা করিতে ভিতরে চলিয়া গেলাম। আমাকে চলিয়া যাইতে দেখিয়া এবং অন্য কেহ আশেপাশে না থাকায় ভদ্রলোক চুপিসারে সটান ঠাকুর ঘরে আসিয়া উপস্থিত হইলেন। ভদ্রলোক সুযোগের অপেক্ষায় ছিলেন।

তাই সুযোগ পাওয়া মাত্র ঠাকুরকে প্রণাম এর উদ্দেশ্যে পায়ে হুমড়ি খাইয়া পড়িলেন। এদিকে ঠাকুর হঠাৎ চিৎকার দিতে শুরু করিলেন, " দেখ দেখ একি করতাছে ! এখানে কেউ নাই নাকি? ঠাকুরের আওয়াজ পাওয়া মাত্র ঠাকুর ঘরে উপস্থিত হইলাম। দেখি সেই ভদ্রলোক এমনভাবে উপুড় হইয়া পড়িয়া আছেন দেখলে মনে হয় ঠাকুরকে প্রণাম করিতেছেন।

 আমি যারপর নাই বিরক্ত হইলাম। ভদ্রলোককে বারণ করা সত্ত্বেও ঠাকুর প্রণাম করিতে অসময়ে চলিয়া আসিলেন। তাহাকে ডাকিয়া বলিলাম, " ও মশাই! আপনাকে বারণ করিলাম। আপনি শুনিলেন না। এখন উঠিয়া আসেন, প্রণাম হইছে। " ভদ্রলোক উঠিয়া আসিলেন না,একইভাবে পড়িয়া রহিলেন।

 ভদ্রলোকের দুই হাত ধরিয়া জোরে টান দিলে দেখিতে পাইলাম লোকটি ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙ্গুল নিজের মুখে ঢুকাইয়া চুষিতেছে। ঠাকুর বলিয়া উঠিলেন, " এরে বাইর কইরা দেন । " তখন ভদ্রলোককে জোর করিয়া ঠাকুরের পাশ হতে ছিনিয়া নিলে একটু দূরে যাইয়া দুই হাত জোর করিয়া দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর ওই ভদ্রলোকের দিকে এক দৃষ্টে তাকাইয়া বলিলেন, " তোমার সর্বনাশ হইয়া গেল। " 

ঠাকুরের এই কথা শুনিয়া তার দুই চোখ দিয়ে অবিরল জলের দ্বারা নামিয়ে আসিল। তারপর আমি তাকে একেবারে পুকুরের পাড়ে আনিয়া ছাড়িয়া দিলাম। লোকটি ওইখানে ভুলুন্ঠিত হইয়া " আমার সর্বনাশ হইয়া গেল!আমার সর্বনাশ হয়ে গেল! বলিয়া রোদন করিতে লাগিল।

 ১১ঃ৩০ মিনিট নাগাদ ঠাকুরকে ভোগ নিবেদন করিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, " লোকটি গেছে কই? " আমি বলিলাম পুকুরপাড়ে রোদন করিতেছে। ঠাকুর বলিলেন, " অহন দুপুর বেলা, উনারে আইয়া প্রসাদ পাইতে বল। " পুকুর পাড়ে যাইয়া লোকটিকে ঠাকুরের নির্দেশ জানাইলে কাঁদিতে কাঁদিতে বলিল, " আমার কি হবে গো! আমার যে সর্বনাশ হইয়া গেল! আমি না জানি ঠাকুরের চরণে কত অপরাধ করিয়াছি। 

আগে ঠাকুরকে প্রণাম করিয়া আসি, তারপর প্রসাদ পাইব "। ঠাকুরকে এ কথা জানাইলে ঠাকুর বলিলেন, " আগে প্রসাদ পাইতে কন,তারপর দেখা হইবো। ঠাকুরের নির্দেশে এবং আমার অনুরোধে প্রসাদ গ্রহণ করিলেন। আমি বলিয়া উঠিলাম রহস্য কিছুই বুঝিতে পারিলাম না। 

ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, " ওর আরও একশত সাত জন্মগ্রহণ করার আছিল। ওর শত জন্ম শেষ হইয়া গেল ( সর্বনাশ হইল )। আর সাত জন্ম পরেই সে মুক্ত হইবো। " গুরু এমনই কৃপা সিন্ধু যে, তিনি অমঙ্গল করিতেই জানেন না। ভদ্রলোকের সংশয় দূর হইয়া গেল। তিনি প্রশান্তি লাভ করিয়া গৃহাভি মুখে গমন করিলেন। 

 🌺🌹 রাম ভাই স্মরণে 🌹🌺


🙏 শ্রী শ্রী রামঠাকুরের কৃপায় এই কাহিনী শুনে যদি আপনার হৃদয়ে প্রশান্তি মেলে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🔔 বেল আইকনটি চাপুন ঠাকুরের এমনই অলৌকিক লীলার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে।
📤 লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং আপনার মতামত জানান কমেন্টে।
🙏 জয় রাম জয় গোবিন্দ! 🙏


Hashtags:

#SriSriRamthakur #GuruKripa #RamthakurStory #DevotionalStory #SpiritualJourney #GuruGrace #KarmicLiberation #RamRam #BengaliDevotion


Keywords:

  • শ্রী শ্রী রামঠাকুর
  • গুরু কৃপা লীলা
  • ঠাকুরের অলৌকিক কাহিনী
  • ধর্মীয় কাহিনী
  • গুরুদেবের শিক্ষা
  • ভক্তি ও মুক্তি
  • কৃপাময় ঠাকুর
  • Spiritual Story in Bengali
  • Divine Grace of Guru
  • Ramthakur Bengali Devotion
"গুরু কৃপা: সর্বনাশ থেকে মুক্তি | এক অলৌকিক লীলা | শ্রী শ্রী রামঠাকুর" "গুরু কৃপা: সর্বনাশ থেকে মুক্তি | এক অলৌকিক লীলা | শ্রী শ্রী রামঠাকুর" Reviewed by srisriramthakurfbpage on জানুয়ারী ০৭, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

 


Blogger দ্বারা পরিচালিত.