বেদবাণী প্রথমখন্ড- ২৯৪ নং পত্রাংশ।
সংসারে স্ত্রী পুত্রাদি বৈভবদ্বারা জীবের নানাবিধ ভোগ ঐশ্বর্য্যে প্রলোভনে মায়াময় শক্তিতে জীবের বন্ধন সাধন করিয়া থাকে। এর উৎপন্নাদি অনুপন্ন বিষয়ের দাসত্ব ভার মুক্ত করিতে কামনা ইচ্ছাদি রজগুণ সমুদ্ভব উপচারের শৃঙ্খল হইতে মুক্ত পাওয়ার কারণই ভগবৎ নিরপক্ষের শরণ নিয়া থাকিবার চেষ্টা করিতে করিতে অদৃষ্টভোগ কাটিয়া যাইয়া সদয় মুক্তলাভ করিতে সক্ষম হইয়া থাকে। ভগবানের স্থান নিত্য, পুত্র কলত্রাদির স্থান অনিত্য। গত বিষয় চিন্তা করিয়া কোন লাভ হইতে পারে না। ভগবৎ চিন্তায়ই ব্যাপ্ত থাকিতে সততঃ চিন্তা করার অভ্যাস করিবে। বেদবাণী প্রথমখন্ড- ২৯৪ নং পত্রাংশ।
"সংসার, মায়া ও ভগবৎ নিরপেক্ষতার রহস্য | বেদবাণী - ২৯৪"
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মার্চ ২১, ২০২৫
Rating:
কোন মন্তব্য নেই: